বিশ্বজুড়ে ১৮টি দেশ থেকে ৮০০ অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘবদ্ধ অপরাধী চক্রের কাছে এনক্রিপটেড ফোন বিক্রির পর তাতে নজরদারি করে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। অস্ট্রেলিয়া, ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও মধ্যপ্রাচ্যে মাদকপাচারে জড়িতদের ওপর এই ফাঁদ পাতা হয়েছিল।
অপরাধী চক্রের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠা অ্যাপটি অ্যানম নামে এফবিআই পরিচালিত একটি এনক্রিপ্টেড ডিভাইস কোম্পানি বানিয়েছিল। এফবিআই পরে গোপনে তাদের চরদের মাধ্যমে আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের কাছে ওই অ্যাপসহ ফোন সরবরাহ করে।
অ্যাপটি দ্রুতই অপরাধীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। শতাধিক দেশের ৩০০টিরও বেশি অপরাধী চক্র অ্যাপ সম্বলিত প্রায় ১২ হাজার ডিভাইস ব্যবহার করে।অ্যাপটির ওপর নিয়ন্ত্রণ থাকায় আইন প্রয়োগকারী সংস্থাগুলো মাদক বেচাকেনা, সহিংসতা, খুনসহ সম্ভাব্য নানান অপরাধ ও অপরাধের পরিকল্পনার কথা জানতে পারে।
রয়টার্স