মন্তব্য
দক্ষিণ আফ্রিকায় প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ার একটি হাসপাতালে ৩৭ বছর বয়সী গোসিয়াম থামারা সিথোল একসঙ্গে সাতটি ছেলে ও তিনটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন।
বিশ্বে একসঙ্গে দশ সন্তানের জন্ম দেয়ার ঘটনা এটাই প্রথম। গত সোমবার রাতে এই ঘটনা ঘটে।
দুজন বিশেষজ্ঞ গাইনি চিকিৎসক ও তিনজন জেনারেল চিকিৎসকের সহযোগিতায় সিজারের মাধ্যমে তার পেট থেকে একে একে ১০টি বাচ্চা বের করে আনা হয় বলে জানিয়েছেন গোসিয়ামের স্বামী তেভো সোসোটেসি।
নিউ ইয়র্ক পোস্ট