যুক্তরাষ্ট্রের ওরেগনের একটি বিক্রয় কেন্দ্র থেকে মোবাইল ফোন কিনেছিলেন বিশ্ববিদ্যালেয়ের এক ছাত্রী। পরে তা নষ্ট হলে ২০১৬ সালের ১৪ জানুয়ারি ওই বিক্রয় কেন্দ্রে যান তিনি। বিক্রয় কেন্দ্র থেকে মোবাইলটি ঠিক করাতে ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের সার্ভিসিং সেন্টারে পাঠানো হয়।
ওই সাভিস সেন্টারের দু’জন টেকনিশিয়ান আইফোনটি ঠিক করে দেয়। কিন্তু তারা চুরি করেন মোবাইলে থাকা ছাত্রীর ১০টি ব্যক্তিগত ছবি ও একটি নগ্ন ভিডিও। এখানেই ক্ষান্ত হয়নি তারা। ওই ছবি ও ভিডিওগুলো তারা ছাত্রীর ফেসবুক পেজেও পোস্ট করে দেন। তিনি মামলা করেন অ্যাপলের বিরুদ্ধে।
অ্যাপল ব্যবসায়ীক সুনাম ক্ষুণ্ণ হওয়ার ভয়ে জরিমানা দিতে রাজি হয়েছে। পরে ওই ছাত্রীর মানহানীর জন্য কয়েক মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়েছে অ্যাপল। এ ঘটনায় জড়িত দুই কর্মীকে ইতোমধ্যেই ছাটাই করেছে প্রতিষ্ঠানটি।
দ্য গার্ডিয়ান