২৪ ঘণ্টায় ৪৪ প্রাণহানি

০৯ জুন ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত  ৪৪ জন মারা গেছেন । নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৩২২ জনের। পাশাপাশি এ রোগ থেকে  সুস্থ হয়েছেন ২ হাজার ৬২ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর আরো জানায়, এখন পর্যন্ত  করোনা শনাক্ত হয়েছে সংখ্যা ৮ লাখ ১৫ হাজার ২৮২ জনের। এর মধ্যে মারা গেছেন ১২ হাজার ৯১৩ জন, সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন। ৬০ লাখ ৮৬ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ৪০।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহিত হয়েছে ১৯ হাজার ৫৫৬টি,পরীক্ষা  হয়েছে ১৯ হাজার ১৬৫টি। শনাক্তের হার ১২.১২। মারা যাওয়াদের মধ্যে ২৭ জন পুরুষ এবং নারী ১৭ জন। বিভাগ ভিত্তিক ঢাকায় ১১ জন, চট্টগ্রামে ৭ জন, রাজশাহীতে ১১ জন, খুলনায় ৬ জন, সিলেটে ২ জন, রংপুরে ৫ জন এবং ময়মনসিংহে ২ জন রয়েছেন। সরকারি হাসপাতালে ৩৭ জন, বেসরকারি হাসপাতালে ৩ জন এবং বাসায়  ৪ জন মারা গেছেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর