৫ শতাংশের বেশি হতে পারে জিডিপি প্রবৃদ্ধি

০৯ জুন ২০২১

আগামী অর্থবছরে বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ১ শতাংশ হতে পারে বলে মনে করছে বিশ্ববাংক। মঙ্গলবার প্রকাশিত গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে,  আগামী অর্থবছরের এ প্রবৃদ্ধি স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড, নিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তৈরি পোশাকের রফতানি বৃদ্ধির ওপর নির্ভরশীল।  ইতোমধ্যে করোনার দ্বিতীয় ধাক্কা বাংলাদেশের অর্থনীতিতে লাগতে শুরু করেছে। ফলে প্রবৃদ্ধি ৫ দশমিক ১ শতাংশের বেশি হবে না।

এদিকে চলতি অর্থবছরে (২০২০-২১) জিডিপি প্রবৃদ্ধিও ৩ দশমিক ৬ শতাংশ হতে পারে বলে মনে করছে বিশ্ববাংক। যদিও গত  জানুয়ারিতে দেয়া পূর্বাভাস মার্চে পরিবর্তন করে ৩ দশমিক ৬ শতাংশের কথা বলেছিল তারা। জানুয়ারিতে গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে বলেছিল  ১ দশমিক ৬ শতাংশের কথা। আর মার্চে প্রকাশিত ‘সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস স্প্রিং ২০২১: সাউথ এশিয়া ভ্যাকসিনেটস’ প্রতিবেদনে ৩ দশমিক ৬ শতাংশের কথা জানানো হয়।

এদিকে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রবৃদ্ধির লক্ষ্য  ঠিক করা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। ৩ জুন জাতীয় সংসদে বাজেটটি সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর