একনেকে ১০ প্রকল্প অনুমোদন

০৯ জুন ২০২১

৬ হাজার ৬৫১ কোটি ৩৪ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক’র ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেয়া হয়।সভা শেষে সাংবাদিকদের এ বিষযে ব্রিফ করেন  পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী জানান, এ ব্যয়ের অর্থের উৎস সরকারি তহবিলের ৫ হাজার ২১৯ কোটি ৮১ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল ৭৯৪ কোটি ৩ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ৬৩৭ কোটি ৫০ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- বরিশাল (দিনেরারপুল) লক্ষ্মীপাশা-দুমকি সড়কের পাণ্ডব-পায়রা নদীর উপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ প্রকল্প, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় মধুপুর-ময়মনসিংহ জাতীয় মহাসড়ক (এন-৪০১) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীনে চিলমারী এলাকায় (রমনা, জোড়গাছ, রাজিবপুর, রৌমারী, নয়ারহাট) নদী বন্দর নির্মাণ প্রকল্প, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বিপিএটিসি’র প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ (১ম সংশোধিত) প্রকল্প,  স্বাস্থ্য মন্ত্রণালয় আওতাভুক্ত বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্‌স অ্যান্ড সার্জন্‌স এর আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প,পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলাধীন ব্রাহ্মণগ্রাম-হাটপাঁচিল ও তৎসংলগ্ন এলাকায় যমুনা নদীর ডানতীর সংরক্ষণ এবং বেতিল স্পার-১ ও এনায়েতপুর স্পার-২ শক্তিশালীকরণ প্রকল্প, একই মন্ত্রণালয়ের অধীনস্থ ঠাকুরগাঁও জেলার টাঙ্গন ব্যারেজ, বুড়ি বাঁধ ও ভুল্লি বাঁধ সেচ প্রকল্পগুলো পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ ও সম্মিলিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ প্রকল্প, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন জীব প্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ প্রকল্প,খাদ্য মন্ত্রণালয়ের অধীনে দেশের বিভিন্ন স্থানে ধান শুকানো, সংরক্ষণ ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদিসহ আধুনিক ধানের সাইলো নির্মাণ (প্রথম ৩০টি সাইলো নির্মাণ পাইলট প্রকল্প) প্রকল্প ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) আওতাধীন বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প।

 

এমকে


মন্তব্য
জেলার খবর