মন্তব্য
দেশের শতকরা ৯০ জন মানুষ বিএনপির পক্ষে আছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হতাশায় না ভুগতে নেতাকর্মীদের আহবান জানিয়ে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এ সভা হয়, আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে মির্জা ফখরুল বলেন, যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ, আর তুমি যদি রুখে দাঁড়াও বাংলাদেশ। তিনি জানান, আশা হারালে মানুষ মরে যায়। আশা নিয়ে আমাদের থাকতে হবে। আমরা জয়ী হবই, আমাদেরকে সামনের দিকে এগুতে হবে। নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের অনেকে বলে- কী ভাই কিছু হবে? এটা যখনই মনে করবেন, তখনই বুঝবেন- আপনি শেষ।
এমকে