‘নিজেও ছোটখাটো আমলা ছিলাম, মনেপ্রাণে এখনো বড় আমলা আছি’

০৯ জুন ২০২১

আমলাতন্ত্রের বিকল্প নেই উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমলাতন্ত্র মন্দ নয়, ভালো। আমি নিজেও ছোটখাটো আমলা ছিলাম এক সময়। মনেপ্রাণে এখনো বড় আমলা আছি। মঙ্গলবার একনেক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

সাবেক এ আমলা বলেন, সোভিয়েত ইউনিয়ন, চীন, ফেরাউন এমনকি খলিফারাও আমলাতন্ত্রের বিকল্প বের করতে পারেনি। আমলাতন্ত্র আমাদের মধ্যেও আছে। তিনি জানান, তাঁর জীবনের শ্রেষ্ঠ সময় কেটেছে আমলাতন্ত্রের ভেতরে। কাজেই আমলাতন্ত্রের এ প্রকল্প পাস হয়েছে আজকে। আমলাদের প্রশিক্ষণ কেন্দ্র‘বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ’প্রকল্পের প্রথম সংশোধন অনুমোদন প্রসঙ্গে এ বিষয়ে কথা বলেন পরিকল্পনামন্ত্রী। তিনি জানান, সাভারে বিপিএটিসিকে আধুনিকায়ন, সংস্কার, প্রশস্ত সবকিছু করা হবে।

প্রসঙ্গত, প্রশিক্ষণ কেন্দ্রটির এ প্রকল্পের প্রথম সংশোধনীতে খরচ ৩৪৮ কোটি ৬১ লাখ টাকা বাড়িয়ে এক হাজার ২০৭ কোটি ৬১ লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে মেয়াদ ৩ বছর বাড়িয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সংশোধনী অনুমোদনের আগে প্রকল্পটি ২০১৭ সালের জুলাই থেকে ২০২০ সালের জুনে বাস্তবায়ন করার কথা ছিল।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর