গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৬ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৫৩৭ জনের।পাশাপাশি করোনা রোগ থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ২৬৭ জন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর আরো জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে আট লাখ ১৭ হাজার ৮১৯ জনের। এর মধ্যে মারা গেছেন ১২ হাজার ৯৪৯ জন। সুস্থ হয়েছেন সাত লাখ ৫৭ হাজার ৫৬৯ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৬১ লাখ ছয় হাজার ৭৯১টি। শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ ।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহিত হয়েছে ২০ হাজার ৬০৪টি, পরীক্ষা হয়েছে ২০ হাজার ৫৮৪টি। শনাক্তের হার ১২ দশমিক ৩৩। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৭ জন আর নারী ১৯ জন। বিভাগ ভিত্তিক ঢাকা ও চট্টগ্রামে ছয় জন করে, রাজশাহীতে নয় জন, খুলনায় ১০ জন, সিলেটে একজন আর রংপুরে চারজন। সরকারি হাসপাতালে ৩৩ জন আর বেসরকারি হাসপাতালে ৩ জন মারা গেছেন।
এমকে