শীর্ষ ধনীরা কর ফাঁকি দিচ্ছেন!

১০ জুন ২০২১

বিশ্বের শীর্ষ ধনীদের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ উঠেছে। আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস, টেসলার সিইও এলন মাস্ক, ব্লুমবার্গের প্রতিষ্ঠাতা মাইকেল ব্লুমবার্গও আয়কর ফাঁকি দিচ্ছেন।

অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবার (আইআরএস) তথ্য খতিয়ে দেখে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের বিরুদ্ধে এই অভিযোগ করেছে প্রোপাব্লিকা নামের একটি সংস্থা।

২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত কোনো আয়কর নাকি দেননি বেজোস। মাস্ক আয়কর দেননি ২০১৮ সালে। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ওয়ারেন বাফেট কর হিসাবে দিয়েছেন আয়ের মাত্র ০.১ শতাংশ। সাম্প্রতিক সময়ে আয়কর দেননি ব্লুমবার্গও।

আনন্দবাজার


মন্তব্য
জেলার খবর