লিভ টুগেদার করেছেন নুসরাত

১০ জুন ২০২১

নিখিল জৈনের সঙ্গে সম্পর্কের নিরিখে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। বুধবার একটি বিবৃতি প্রকাশ করে নিজের যুক্তি প্রকাশ্যে আনলেন তিনি।

তুরস্কে বিয়ে হওয়ার প্রসঙ্গ টেনে নুসরাত জানান, তুরস্কের বিবাহ আইন অনুসারে এই অনুষ্ঠান অবৈধ। উপরন্তু হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত। যা এ ক্ষেত্রে মানা হয়নি। ফলত, এটা বিয়েই নয়। তিনি বলেন, ‘নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি। বিয়ে নয়। ফলে বিবাহবিচ্ছেদের প্রশ্নই ওঠে না।'

অর্থনৈতিকভাবে ভার বহন করা নিয়ে অভিনেত্রী বলেছেন, 'আমি আমার নিজের যাবতীয় খরচ নিজে চালাই, অন্য কেউ আমার খরচ বহন করে এই কথা সত্য নয়। এমনকি আমি আমার পরিবার এবং আমার বোনের পড়াশোনার খরচ নিজেই চালাই। আমার প্রয়োজন পড়ে না অন্য কারো ক্রেডিট কার্ড আমার কাছে রেখে দেওয়ার। সময় এলে এর যোগ্য প্রমাণ আমি দেব।'


মন্তব্য
জেলার খবর