বাস অযোগ্য শহরের তালিকার তলানিতে ঢাকা

১০ জুন ২০২১

চলতি বছরে বিশ্বের বাস অযোগ্য ১৪০টি শহরের তালিকায় প্রায় তলানিতে ঠেকেছে রাজধানী ঢাকা, ক্রমিক নম্বরে অবস্থান ১৩৭। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটি (ইআইইউ) তাদের জরিপ তালকিায় এ তথ্য জানিয়েছে। স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোর ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে এ তালিকা। তবে আশার কথা গত বছরের মতো এবারো এক ধাপ এগিয়েছে। গত বছরের তালিকায় ঢাকার অবস্থন ছিল ১৩৮ নম্বরে, তার আগের বছরে ছিল ১৩৯ নম্বরে।

এবারের তালিকায় স্থিতিশীলতায় ৫৫ পয়েন্ট, স্বাস্থ্যসেবায় ১৬ দশমিক ৭, সংস্কৃতি ও পরিবেশে ৩০ দশমিক ৮, শিক্ষায় ৩৩ দশমিক ৩ এবং অবকাঠামোতে ২৬ দশমিক ৮ পয়েন্ট পেয়েছে ঢাকা। চলতি বছরের তালিকায় সবার নিচে আছে সিরিয়ার রাজধানী দামেস্ক। শীর্ষে রয়েছে নিউ জিল্যান্ডের অকল্যান্ড শহর। অযোগ্যের শীর্ষ দশে থাকা শহরগুলো হচ্ছে- জাপানের ওসাকা, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, নিউ জিল্যান্ডের ওয়েলিংটন ও জাপানের রাজধানী টোকিও, অস্ট্রেলিয়ার পার্থ, সুইজারল্যান্ডের জুরিখ ও জেনেভা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও ব্রিসবেন।

এমকে


মন্তব্য
জেলার খবর