সিসি ক্যামেরার আওতায় এলো চাটমোহর পৌরসদর

০৩ ফেব্রুয়ারী ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

সিসি টিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হলো পাবনার চাটমোহর পৌরসদর এলাকা। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এ এলাকার বিভিন্ন পয়েন্টে ৬০টি সিসি টিভি ক্যামেরা চালু করা হয়েছে। এতে পৌরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সহজতর হবে বলে মনে করা হচ্ছে।

সবকটি সিসি টিভি ক্যামেরার উদ্বোধন করেন পাবনার পুলিশ সুপার মোঃ মহিবুল ইসলাম খান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন। বক্তব্য দেন- পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, পৌর মেয়র সাখাওয়াত হোসেন সাখো, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ, প্রেস ক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন প্রমুখ।

প্রসঙ্গত, নেটওয়ার্ক গ্রুপের অর্থায়নে বেসিক বিল্ডার্স, আজিজ এন্ড সন্স ও ইয়াকুব আলীর সহযোগিতায় এসব ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এম এ জিন্নাহ/এমকে


মন্তব্য
জেলার খবর