ম্যাঁক্রোকে চড় মারা তরুণ ড্যামিয়েন

১০ জুন ২০২১

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোকে থাপ্পড় দেওয়া ২৮ বছর বয়সী তরুণ ড্যামিয়েন টারেলবিভিন্ন উগ্র-ডানপন্থী ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার।

ড্যামিয়েন টারেল মধ্যযুগীয় তলোয়ারযুদ্ধের ভক্ত। এর আগেও তার বহু অপরাধের রেকর্ড রয়েছে। ম্যাঁক্রোর গালে থাপ্পড় দেয়ার সময় ‘ম্যাক্রোঁবাদ নিপাত যাক’ বলে স্লোগান দেন। এ সময় তার পরনে খাকি টি-শার্ট ছিল।

মার্শাল আর্টসের স্থানীয় একটি ক্লাব পরিচালনা করতেন ড্যামিয়েন টারেল। এতে ঐতিহাসিক ইউরোপীয় মার্শাল আর্টস ও ঐতিহ্যবাহী তলোয়ার চালনা চর্চা করতেন। তার র ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘেঁটে দেখা যায়, সেখানে পুরোনো দিনের যুদ্ধবর্ম পরা ও তলোয়ার হাতে তার বেশ কিছু ছবি রয়েছে।

ড্যামিয়েনের বাড়ি তল্লাশি করে বেশ কিছু অস্ত্রশস্ত্র, একটি সোভিয়েত পতাকা, জার্মান স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের আত্মজীবনীমূলক বই ‘মেইন কাফ’ (আমার লড়াই), কল্প-উপন্যাস, জাপানি কমিকস এবং যুদ্ধ বিষয়ক গেমস খুঁজে পেয়েছে ফরাসি পুলিশ।

আল-জাজিরা


মন্তব্য