বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের তথ্য গ্রহণের সুযোগ নেই উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, তথ্য তারা কোথায় পেয়েছে তা আগে জানা দরকার। করোনার প্রভাবে সৃষ্ট দরিদ্রের হিসাব সংক্রান্ত বেসরকারি দুটি গবেষণা প্রতিষ্ঠানের তথ্য প্রসঙ্গে সাংবাদিকদের এ কথা বলেন। বুধবার সরকারের অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী।
সম্প্রতি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) জানায়, করোনার প্রভাবে দেশে নতুন করে ২ কোটি ৪৫ লাখ মানুষ দরিদ্র হয়েছে।
নতুন দরিদ্রের হিসাব তিনি স্বীকার করেন না জানিয়ে অর্থমন্ত্রী আরো বলেন, গবেষণার জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আছে। এসব প্রতিষ্ঠান থেকে যতদিন তথ্য পাওয়া যাবে, ততদিন অন্য প্রতিষ্ঠানের তথ্য গ্রহণের সুযোগ নেই।
এমকে