বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১০টি পদে মোট ৩৯ জন লোকবল নিয়োগ দেয়া হবে।
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশরাও বিভিন্ন পদে আবেদন করতে পারবে। এছাড়া স্নাতক পাশে অন্যান্য পদগুলোতে আবেদন করতে পারবেন আগ্রহীরা। আবেদনের শেষ সময় ১৫ জুন।
http://dgda.teletalk.com.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন থেকে নিয়োগের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এসব পদে নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রচলিত হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার/টিএ/ডিএ প্রদান করবে না প্রতিষ্ঠানটি।
আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ থেকে ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৮ থেকে ১০ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।