মোটরসাইকেলে পালানোর সময় দুই অস্ত্রধারী আটক

১০ জুন ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেলে পালানোর সময় দুই অস্ত্রধারীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। বুধবার (৯ জুন) বিকালে কোনাখালী এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে ১ টি ওয়ানশুটারগান ও ১ রাউন্ড গুলি জব্দ করা হয়। এর আগে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব।

 

আটকরা হচ্ছেন- ইমরুল হাসান মফিজ (২৮) ও শেখ সালাহ উদ্দিন (৩৪)। তাদের বাড়ি চকরিয়া থানার কৃষ্ণপুর ও পশ্চিম কোনাখালী গ্রামে। শেখ সালাহ উদ্দিন বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত সাবেক বিডিআর সদস্য। তার বিরুদ্ধে চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১টি মামলা রয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে তারা। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও এ সময় জব্দ করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নিজেরা ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করছিল। তাদেরকে চকরিয়ার থানায় হস্তান্তর করা হয়েছে।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর