কর্ণফুলী গ্যাসের দুই কর্মকর্তা শ্রীঘরে

১০ জুন ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি

অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়ার অভিযোগে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী সারওয়ার হোসেন ও সাবেক কর্মকর্তা মুজিবুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১০ জুন) সকালে তাদের গ্রেফতার করা হয়।

দুদক সম্মিলিত-১’র কর্মকর্তা শরীফ উদ্দীন জানান, একজন প্রভাবশালী ব্যক্তির প্রতিষ্ঠানে অবৈধভাবে ২২টি গ্যাসের সংযোগ দেয়া হয়। এ ঘটনায় গ্রেফতার এ দুইজনসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলাটি তিনিই (শরীফ উদ্দিন নিজেই) করেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।   

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর