ওসি প্রদীপকে কক্সবাজার কারাগারে স্থানান্তর

১০ জুন ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি

সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় গ্রেফতার টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাসকে সাত মাস পর চট্টগ্রাম কারাগার থেকে কক্সবাজার কারাগারে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে কক্সবাজার কারাগারে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কারাগারের জেলার খন্দকার গোলাম হোসেন।

জেলার খন্দকার গোলাম হোসেন জানান, প্রিজন ভ্যানে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কক্সবাজার নেয়া হয় প্রদীপ কুমার দাসকে। করোনার কারণে আদালত বন্ধ থাকায় তাকে সরাসরি কক্সবাজারের কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। দুদকের একটি মামলায় হাজিরা দিতে তাকে এ সাত মাস চট্টগ্রাম কারাগারে রাখা হয়েছিল।

প্রসঙ্গত, গত বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাখেদ খান। এ ঘটনায় তার বোন হত্যা মামলাটি করেন।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর