ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ইউনিটের অধীনে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য একটি বিশেষ কোর্স চালু হতে যাচ্ছে। এ কোর্সের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ১৭ জুন। ক্লাস শুরু হবে ২৫ জুন থেকে।
আবেদন করতে ভিজিট করুন https://iba-du.edu/ এই সাইটে। এছাড়া কল করুন ০১৭৬৬৯৯৩৩৯০ ও ০১৭২৬৮৮৫৩২৯ নম্বরে।
করোনাভাইরাসের প্রকোপে স্থবির হয়ে পড়েছে বিশ্ব। জীবনের স্বাভাবিক কর্মকাণ্ড থেমে গেছে। কবে নাগাদ নরমাল লাইফে মানুষ ফিরতে পারবে তা জানে না কেউ। ব্যবসা-বাণিজ্য চলছে ছ্যাকড়া গাড়ির মতো করে। এ পরিস্থিতিতে বেকারদের আশার আলো দেখাচ্ছে অনলাইন মার্কেটিং।
তাই অধুনিক এ যুগে ‘ডিজিটাল মার্কেটিং’ শব্দটি বেশ পরিচিত হয়ে উঠেছে। বর্তমানে বেশির ভাগ প্রতিষ্ঠার এ প্লাটফর্মের দিকে ধাবিত হচ্ছে।
এক সমীক্ষায় দাবি হয়েছে, ২০২১ সালের মধ্যে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ১১৮ বিলিয়ন ডলার পর্যন্ত বিক্রি বাড়বে। প্রচলিত বাজার ব্যবস্থাকে টপকিয়ে যেতে পারে ডিজিটাল মার্কেটিং। কারণ এতে খরচ কম এবং সহজেই কাস্টমারের কাছে পৌঁছানো যায়। অনলাইনের এ যুগে প্রশিক্ষণ বেকারদের জন্য উপকারে আসবে বলে আশা করা হচ্ছে।