শীর্ষ নেতা জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হকসহ হেফাজতে ইসলাম বাংলাদেশের অর্ধশত নেতাকর্মীর অবৈধ সম্পদের বিষয়ে খোঁজ নেয়া শুরু করেছে দুদক। ইতোমধ্যেই তাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। এছাড়া তাদের ভু-সম্পত্তি সম্পর্কে জানতে সংশ্লিষ্ট ভূমি অফিসে চিঠি দেয়া হয়েছে। এসব তথ্য হাতে পাওয়ার পরে যাচাই-বাছাই শেষে পরবর্তী কার্যক্রম শুরু করবে দুদকের অনুসন্ধান দল।
দুদকের চিঠির সূত্র ধরে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ব্যাংক হিসাব তলব সংক্রান্ত চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের এসব তথ্য জানান। অনুসন্ধানে অবৈধ সম্পদ পাওয়া গেলে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে মামলা করবে দুদক।
দুদক সচিব বলেন, অনুসন্ধানের সংশ্লিষ্ট কর্মকর্তারা যাদের প্রয়োজন মনে করবেন, তাদেরই কার্যালয়ে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করবেন। এর আগে ৫ এপ্রিল ও ৮ জুন দুই দফায় সংগঠনটির প্রায় একশ’ নেতার ব্যাংক হিসাব চেয়েছিল বিএফআইইউ। দুর্নীতি দমন কমিশন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)সহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের চাহিদার ভিত্তিতে এ হিসাব চাওয়া হয়।
এমকে