মানুষকে সোচ্চার করে তুলতে হবে: প্রধানমন্ত্রী

১১ জুন ২০২১

মাদক, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে মানুষকে সোচ্চার করে তোলার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মানুষ হত্যা করে কেউ বেহেশতে যাবে না। ধর্মের নামে জঙ্গিবাদ, সন্ত্রাস সৃষ্টি ও মানুষ হত্যা ধর্মের ইমেজ নষ্ট করছে। সর্বনাশা এ পথ থেকে দেশের যুবসমাজকে রক্ষা করতে হবে। বৃহস্পতিবার ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে ওলামা একরামদের উদ্দেশে এসব কথা বলেন।

ধর্ম সম্পর্কে মানুষ যেন সচেতন হয়, সেটাই তার সরকার চায় উল্লেখ করে মডেল মসজিদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মডেল মসজিদগুলো হতে ইসলামের সঠিক মর্মবাণী প্রচার হবে, ইসলামের সঠিক জ্ঞান চর্চা হবে। জ্ঞান বিজ্ঞান চর্চায় মুসলমানরা আবারো এগিয়ে যাবে।

প্রসঙ্গত, প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় প্রথম ধাপে এসব মসজিদ নির্মাণ করা হয়।ইসলামের প্রচার-প্রসার এবং মসজিদকে জ্ঞান চর্চা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এ প্রকল্প হাতে নিয়েছে শেখ হাসিনার সরকার। একসঙ্গে এতগুলো মসজিদ নির্মাণের ঘটনা বিশ্বে বিরল বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর