২৪ ঘণ্টায় ৪০ করোনা রোগীর মৃত্যু

১১ জুন ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত  ৪০ জনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষায় দুই হাজার ৫৭৬ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। পাশাপাশি দুই হাজার ৬১ জন করোনা রোগী সুস্থতা ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার  স্বাস্থ্য অধিদফতর  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে আট লাখ ২০ হাজার ৩৯৫ জনের। এর মধ্যে মারা গেছেন ১২ হাজার ৯৮৯ জন। সুস্থ হয়েছেন  সাত লাখ ৫৯ হাজার ৬৩০ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৬১ লাখ ২৬ হাজার ২৩৮টি। শনাক্তের হার ১৩ দশমিক ৩৯।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৯ হাজার ৮৬৯টি, পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৪৪৭টি। শনাক্তের হার ১৩ দশমিক ২৫ । মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩১ জন আর নারী নয় জন।  বিভাগ ভিত্তিক ঢাকা ও রাজশাহীতে আট জন করে, চট্টগ্রামে ১২ জন, খুলনায় ছয় জন, সিলেটে  দুই জন আর রংপুরে চার জন রয়েছেন । সরকারি হাসপাতালে ৩১ জন, বেসরকারি হাসপাতালে ছয় জন আর বাড়িতে তিন জন মারা গেছেন ।

এমকে


মন্তব্য
জেলার খবর