মন্তব্য
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাটাপুকুর এলাকায় এক তরুণীকে জোর করে তুলে নিয়ে সিঁদুর পরিয়ে মৃত প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
২০ বছর বয়সী ওই যুবকের বর্ধমানের কাটাপুকুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। একই এলাকার বাসিন্দা হওয়ায় তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জাড়িয়ে পড়েন তিনি। কিন্তু তাদের সম্পর্ক তরুণীর পরিবার মেনে না নেয়ায় ওই যুবক আত্মহত্যা করে। তার মৃত্যুর জন্য ওই তরুণীকে দায়ী করছে ছেলের পরিবার।
ময়নাতদন্তের পর যুবকের লাশ বাসায় আনা হলে জোর করে তুলে আনা হয় ওই তরুণীকে। প্রকাশ্যে মৃত যুবকের হাত ধরে ওই কিশোরীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়া হয়। পরানো হয় শাখা-বালাও। এরপর নিয়ম মেনে তা ভেঙে দেওয়া হয়। মুছে দেওয়া হয় সিঁথির সিঁদুরও।
সংবাদ প্রতিদিন