সুন্দরবনে বাসের সুযোগ পেল জব্দকৃত ২৬ বন্যপ্রাণী

০৩ ফেব্রুয়ারী ২০২২

বাগেরহাট প্রতিনিধি:

দেশের বিভিন্ন এলাকা থেকে জব্দকৃত ১০ প্রজাতির ২৬টি বন্যপ্রাণী সুন্দরবনের মোংলার করমজলের বন্যপ্রাণী প্রজননকেন্দ্রে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে অবমুক্ত করে র‌্যাব, কোস্ট গার্ড ও বন বিভাগ। এর আগে একটি চক্র এসব বন্যপ্রাণী অবৈধভাবে সংরক্ষণ করেছিল।

র‌্যাব-০৬ এর কোম্পানি কমাণ্ডার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, গত  জানুয়ারি মাসে যশোরের মনিরামপুর, সাতক্ষীরার মুন্সিগঞ্জ ও খুলনার পাইকগাছার কপিলমনি থেকে এসব বন্যপ্রাণী জব্দ করেন তারা। জব্দের তালিকায় রয়েছে- ১টি মেছো বিড়াল, ১টি সজারু,  ২টি বানর, ১টি গন্দগোকুল, ১টি অজগর, ২টি গোখরা সাপ, ২টি ধুসর বক, ৬টি ডাহুক পাখি, ১টি পানকৌড়ি ও ৯টি সুন্ধি কচ্ছপ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বনবিভাগের কর্মকর্তাদের নিয়ে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। যারা এসব প্রাণী সংরক্ষণ করেছিলেন, প্রাণীগুলো উদ্ধারকালে তাদের জেল-জরিমানাও করা হয়েছে।

এদিকে অবমুক্তের সময় উপস্থিত ছিলেন- র‌্যাব কোম্পানি কমান্ডার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, স্টাফ কমান্ডার লেফটেন্যান্ট মো. আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রধান নির্মল কুমার পাল ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাওলাদার আজাদ কবির প্রমুখ।

অমিত পাল/এমকে

 


মন্তব্য
জেলার খবর