৯৯ শতাংশ তথ্য প্রকাশে সমস্যা নেই

১১ জুন ২০২১

তথ্য লুকানোর কিছু নেই জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ৯৯ শতাংশ ক্ষেত্রে সরকারি তথ্য প্রকাশে কোনো সমস্যা নেই। বাকি ১ শতাংশের গোপনীয়তা রয়েছে শুধু রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে। বৃহস্পতিবার বিবিএস গ্লোসারি (কনসেপ্টস অ্যান্ড ডেফিনেশন) শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে এ অনুষ্ঠান হয়।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, আগামীতে সেই ১ শতাংশও আর গোপন রাখার প্রয়োজন নাও হতে পারে। এ সময় ইউএনও, ডিসিসহ মাঠপর্যায়ের সব সরকারি কর্মকর্তাদের উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, এমনকি মেম্বারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো উচিত বলে মন্তব্য করেন তিনি। আমলাতন্ত্রের ফের সাফাই গেয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, আমলাতন্ত্রের যে কত প্রয়োজন তা বলার অপেক্ষা রাখে না। আমলাদের দক্ষতা বাড়াতে হবে। বেশি বেশি প্রশিক্ষণ দিতে হবে। পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখায় পরিসংখ্যান ব্যুরোর  বিশুদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন পরিকল্পনামন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।

এমকে


মন্তব্য
জেলার খবর