১৬৩ ইউপি’র ভোট স্থগিত

১১ জুন ২০২১

করোনা সংক্রমণের উচ্চঝুঁকি সম্পন্ন এলাকার  ১৬৩টি ইউনিয়ন পরিষদ ও ৯টি পৌরসভার ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার কমিশনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। আগারগাঁও নির্বাচন ভবনে এ সভা হয়। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

ভোট স্থগিত করা ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে রয়েছে বাগেরহাট জেলায় ৬৮টি, খুলনা জেলায় ৩৪টি, সাতক্ষীরা জেলায় ২১টি, নোয়াখালী জেলায় ১৩টি, চট্টগ্রাম জেলায় ১২টি এবং কক্সবাজার জেলায় ১৫টি। এর বাইরে ১১টি পৌরসভার মধ্যে  দিনাজপুরের সেতাবগঞ্জ ও ঝালকাঠি সদর বাদে বাকি ৯টি  পৌরসভার ভোট স্থগিত করা হয়েছে। আগামী ২১ জুন এসব ইউনিয়ন পরিষদ ও পৌরসভার ভোট হওয়ার কথা ছিল।

ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার জানান, আইইডিসিআর’র এ সংক্রান্ত চিঠি পর্যালোচনা, মাঠ প্রশাসনের মতামত এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের  মতামতের ভিত্তিতে  এ সিদ্ধান্ত হয়েছে।এদিকে ১৪ জুলাই অনুষ্ঠেয় তিনটি সংসদীয় আসনের উপ-নির্বাচনের তফসিল আংশিক পরিবর্তন আনা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী ভোট হবে ২৮ জুলাই।

 

এমকে


মন্তব্য
জেলার খবর