সূচক বাড়লেও কমেছে লেনদেন

১১ জুন ২০২১

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  সূচক বাড়লেও  কমেছে লেনদেন। লেনদেন হয়  মোট ৩৬৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২০৯টির, কমেছে ১৪৯টির এবং বাকি ৯টির অপরিবর্তিত ছিল।

এদিন লেনদেন হয় দুই হাজার ৬৬৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল দুই হাজার ৭০০ কোটি ৫৫ লাখ টাকা।সেই হিসাবে লেনদেন কমেছে ৩১ কোটি ২৯ লাখ টাকা। শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উত্থান পতনের চিত্র ছিল লেনদেনে।

তিন সুচকের মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৬৬ পয়েন্টে,ডিএসইএস সূচক তিন দশমিক ২৩ পয়েন্ট বেড়ে এক হাজার ২৯৯ দশমিক ৪৮ পয়েন্টে ও ডিএস৩০ সূচক দুই দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দুই হাজার ২০৫ দশমিক শূন্য ৯ পয়েন্টে স্থির হয়। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির তালিকায় শীর্ষ থাকে জাহিন স্পিনিং লিমিটেড।

এমকে


মন্তব্য
জেলার খবর