মুশফিকের আউট না দেয়ায় ক্ষুদ্ধ হয়েছিলেন সাকিব

১১ জুন ২০২১

মেজাজের খেই হারিয়ে ফেলা সাকিব আল হাসানের জন্য নতুন কিছু নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডানের ম্যাচে ফের মেজাজের খেই হারিয়ে বসলেন তিনি। লাথি মেরে ভেঙে ফেললেন স্ট্যাম্প।


ম্যচের ৬ষ্ট ওভারের খেলা চলছে। এ সময় নামে বৃষ্টি। খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়ার মাহফুজুর রহমান। মাঠ কাভার আনার জন্য মাঠকর্মীদের ইশারায় ডাকেন। এর মধ্যে সাকিব আম্পায়ারের দিকে এগিয়ে যান। লাথি মেরে ভেঙে ফেলেন স্ট্যাম্প। তিনটি স্ট্যাম্পই তুলে ক্রিজের ওপর ছুড়ে মারেন। এ সময় আম্পায়ারকে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে কিছু একটা বলতেও দেখা যায় তাকে।


ঘটনা এখানে শেষ নয়। খেলা বন্ধ হওয়ায় খেলোয়াড়েরা গ্যালারিতে ফিরছিলেন। তখনও মেজাজের ভারসাম্য যেন আনতে পারেননি সাকিব। নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন। এ সময় আবাহনীর ড্রেসিংরুমের দিকে তাকিয়ে কিছু বলে ওঠেন। তা শুনে খেপে যান কোচ খালেদ মাহমুদ সুজন। কিছু একটা বলতে বলতে তেড়ে আসেন সাকিবের দিকে। সাকিবও কম যান না। তিনিও তেড়ে আসেন। মোহামেডানের বেশ কয়েকজন ক্রিকেটার তখন জাপটে ধরে থামান সাকিবকে। সুজনকেও থামান মোহামেডানের শামসুর রহমান।


পরে অবশ্য পুরো ব্যাপারটারই মিমাংসা হয়ে গেছে। সাকিব আবাহনীর ড্রেসিংরুমে গিয়ে ক্ষমা চান সুজনের কাছে। সুজনও তাকে জড়িয়ে ধরে ঘটনা সেখানেই শেষ করেন।

 

নিজের এমন আচরণের জন্য সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে স্টাটাস দিয়ে ভক্ত-অনুরাগীদের কাছে ক্ষমা চেয়েছেন সাকিব আল হাসান।


এদিনের ম্যাচে সুবিধাজনক অবস্থানে ছিল সাকিবের মোহামেডান। টস জিতে প্রথমে ব্যাটিং করে সাকিবরা। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৬ উইকেটে ১৪৫ রান করেন। জবাবে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েন মুশফিকের আবাহনী। ২.৩ ওভারেই ৯ রানের হারায় ৩ উইকেট। মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন দলকে জয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছিলেন। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৩১ রান করেছিল দলটি। এ সময় মুশফিকের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন করেন সাকিবরা। আম্পায়ার ইমরান পারভেজ সে আবেদনে সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে যান সাকিব।


মন্তব্য
জেলার খবর