জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপনের পর প্রায় প্রতিদিনই সূচকের উত্থানের সঙ্গে বাড়ছে লেনদেন। আর বিনিয়োগকারীরা ফিরে পাচ্ছেন হারানো পুঁজি । গত বছরও প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর একইভাবে ঘুরে দাঁড়িয়েছিল শেয়ার বাজার।
প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর হার কমানো, বস্ত্র খাতে ১ শতাংশ প্রণোদনা ও প্রকৌশল, সিমেন্ট এবং চামড়া খাতের বেশ কিছু কোম্পানিকে কর সুবিধা দেয়ায় ইতিবাচক প্রভাব পড়েছে এ বাজারে। ফলে বাজার মূলধনের দিক দিয়ে গত সাড়ে দশ বছরে রেকর্ড করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বর্তমানে মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯ হাজার ৯৩৭ কোটি ৭৭ লাখ টাকায় ।
এদিকে গত সপ্তাহও উত্থানের মধ্য দিয়েই পার করেছে পুঁজিবাজার। দাম বেড়েছে ব্যাংক-বিমা কোম্পানির পাশাপাশি বস্ত্র, মিউচুয়াল ফান্ডের শেয়ারের । আর অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ডিএসইতে বাজার মূলধন বেড়েছে প্রায় এক হাজার কোটি টাকা। লেনদেনের পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসই ছিল ঊর্ধ্বমুখী। তিন মূল্য সুচকের মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৩ দশমিক ২১ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক বেড়েছে ১ দশমিক ৫১ পয়েন্ট আর শরিয়াহ সূচকটি বেড়েছে ৬ দশমিক ৩১ পয়েন্ট। দাম বেড়েছে ২১১টি প্রতিষ্ঠানের শেয়ার, কমেছে ১৪২টির, অপরিবর্তিত রয়েছে ১৮টির। আগের সপ্তাহের চেয়ে লেনদেন বেড়েছে ১ হাজার ৯২৯ কোটি ৫৮ লাখ টাকা, লেনদেন হয়েছে ১২ হাজার ১৮৮ কোটি ২৩ লাখ টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ হয় ১০ হাজার ২৫৮ কোটি ৬৫ লাখ টাকা। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৫২৭ কোটি ৪৫ লাখ ৮৯ হাজার ২৫৩ টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৩৭৮ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৭৩৪ টাকা।
এমকে