মন্তব্য
মেক্সিকান মাদকসম্রাট জোয়াকিন এল চাপো গুজম্যানের স্ত্রী ৩১ বছর বয়সী এমা করোনেল এইসপুরোকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।
আগামী ১৫ সেপ্টেম্বর তার সাজার মেয়াদ ঘোষণা করা হবে। তার বিরুদ্ধে কোকেন, মেথামফেটামিন, হেরোইন, গাঁজা পাচারের অভিযোগ আনা হয়েছে।
তাকে দোষী সাব্যস্ত করে ১০ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে।
সিএনএন