মন্তব্য
তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ আগ্রিতে বিশাল এক সোনার খনি আবিষ্কৃত হয়েছে। এই খনিতে ২০ টন সোনা মজুত রয়েছে। এই সোনার দাম ১.২ বিলিয়ন ডলার হতে পারে।
এ তথ্য জানিয়েছেন তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা বারন্ক।
একই অঞ্চলে ৩.৫ টন রুপা আবিষ্কৃত হয়েছে। যার মূল্য ২.৮ মিলিয়ন ডলার। সোনা-রুপা প্রকল্পে সরাসরি ৫০০ লোক নিয়োগ পাবে ও পরোক্ষভাবে দুই হাজার চাকরি সৃষ্টি করবে।
ইয়েনি সাফাক