মালিকের বাড়ি গুঁড়িয়ে দিলেন মিস্ত্রি!

১২ জুন ২০২১

জে কুর্জি (৪০) ইংল্যান্ডের লেস্টারের স্টোনিগেটের বাসিন্দা। সম্প্রতি কেনা একটি বাড়িকে বাসযোগ্য করার জন্য খরচ করেছেন ৫ কোটি ৬৮ লাখ ১০ হাজার টাকা।

 মিস্ত্রিকে বিল মিটিয়েও দেয়ার পরও মিস্ত্রি আরও ৪ লাখ ১৮ হাজার টাকা পেতেন। বিবাদের সূত্রপাত এই টাকা নিয়েই। জে টাকা দিতে রাজি না হওয়ায় মিস্ত্রি সুযোগ খুঁজছিলেন প্রতিশোধের। 

সম্প্রতি বাড়ি থেকে ৩০০ কিলোমিটার দূরে সপরিবার ছুটি কাটাতে গিয়েছিলেন জে। সেই খবর পেয়েই লোকজন নিয়ে তার ফাঁকা বাড়িতে হানা দেন ওই মিস্ত্রি। বাড়ির ছাদ, বর্ধিত অংশ-সহ অনেকটাই ভেঙে দেন তিনি। 

আনন্দবাজার ও ডেইলি মেইল


মন্তব্য
জেলার খবর