দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) খুচরা দর আবারও বাড়ানো হয়েছে। কেজিপ্রতি বেড়েছে আট টাকা। সে হিসাবে বেসরকারি পর্যায়ে ফেব্রুয়ারি মাসের জন্য মূসকসহ বিভিন্ন ওজনের সিলিণ্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ ছাড়া এ মাসে মোটরগাড়ির জন্য অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে লিটারে তিন টাকার মতো। তবে উৎপাদন ব্যয়ের পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিইআরসি বলছে, মূসকসহ এলপিজির দাম কেজিপ্রতি ৯৪ দশমিক ৯৪ টাকা থেকে বাড়িয়ে ১০৩ টাকা ৩১ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৫৪ দশমিক ৯৪ টাকা থেকে বাড়িয়ে ৫৭ দশমিক ৮১ টাকা করা হয়েছে। বর্ধিত দামে ১২ কেজির সিলিণ্ডারের দাম পড়বে এক হাজার ২৪০ টাকা। সাড়ে পাঁচ কেজির দাম ৫৬৮ টাকা, সাড়ে ১২ কেজির দাম এক হাজার ২৯২ টাকা, ১৫ কেজির দাম এক হাজার ৫৫০ টাকা, ১৬ কেজির দাম এক হাজার ৬৫৩ টাকা এবং ১৮ কেজির দাম এক হাজার ৮৬০ টাকা, ২০ কেজি দাম দুই হাজার ৬৭ টাকা, ২২ কেজির দাম দুই হাজার ২৭৩ টাকা, ২৫ কেজির দাম দুই হাজার ৫৮২ টাকা, ৩০ কেজির দাম তিন হাজার ১০০ টাকা, ৩৩ কেজির দাম তিন হাজার ৪১০ টাকা, ৩৫ কেজির দাম তিন হাজার ৬১৭ টাকা এবং ৪৫ কেজির দাম চার হাজার ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, পাইপলাইনে গ্যাস সরবরাহকারী সরকারি প্রতিষ্ঠানগুলো মার্জিন বাড়ানোর প্রস্তাব দিয়েছে। গ্যাসের খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলাও। উভয়ের প্রস্তাব পর্যালোচনা, কারিগরি কমিটির বিশ্লেষণ ও গণশুনানি শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এমকে