আজ শনিবার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস।‘মুজিববর্ষের আহ্বান, শিশুশ্রমের অবসান’প্রতিপাদ্যে দিবসটি পালিত হচ্ছে বাংলাদেশে। জাতিসংঘ চলতি বছরকে ‘আন্তর্জাতিক শিশুশ্রম নিরসন বছর হিসেবে ঘোষণা করায় দিবসটি বিশেষ তাৎপর্য বহন করছে এবার। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন শুক্রবার।
বাণীতে শিশুশ্রমকে ‘জাতীয় সমস্যা’উল্লেখ করে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তাদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি। বলেছেন, শিশুশ্রম নিরসনে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অঙ্গীকারবদ্ধ সরকার।অন্যদিকে নিজের বাণীতে শিশুশ্রম-প্রতিরোধ ও শিশুদের কল্যাণে সরকারের পাশাপাশি বেসরকারি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা পালনের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী থেকে জানা গেছে, চলতি বছরেই ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন এবং ২০২৫ সালের মধ্যে দেশকে সব ধরনের শিশুশ্রম হতে মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০১০ সালে প্রণীত ‘জাতীয় শিশুশ্রম-নিরসন নীতিমালা’বাস্তবায়নে জাতীয় কর্মপরিকল্পনা তৈরি ও শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ ৩৮ ধরনের কাজ চিহ্নিতসহ তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকা হালনাগাদ করার কার্যক্রম চলমান রয়েছে। ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত শিশুদের প্রত্যাহার করে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা প্রদান করা হচ্ছে। জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে চারস্তর বিশিষ্ট প্রাতিষ্ঠানিক কাঠামো প্রস্তুত করা হয়েছে। সরকারের সময়োপযোগী পদক্ষেপে ২০১৩ সালে শিশুশ্রম সমীক্ষায় শ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা হ্রাস পেয়ে ১.৭ মিলিয়নে দাঁড়িয়েছে। চলতি বছরে ছয়টিসহ আটটি শিল্প খাতকে শিশুশ্রমমুক্ত করা হয়েছে। জাতিসংঘের শিশু অধিকার সনদ ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বিষয়ক আইএলও কনভেনশন অনুসমর্থন করেছে সরকার । সুবিধাবঞ্চিত পথশিশুদের পুনর্বাসন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর বিকাশে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সুত্র:বাসস
এমকে