মন্তব্য
সৌদি আরব কর্তৃপক্ষ সম্প্রতি দেশটির শরিয়াহ আইনের আর্টিকেল ১৬৯ এর বি ধারাটি বাতিল করে। ফলে সৌদি আরবে প্রাপ্তবয়স্ক যেকোন নারী তাদের পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই একা বসবাস করতে পারবেন।
বিবাহিত, অবিবাহিত ও সেপারেটেড যেকোন নারী চাইলে একা একাই নিজের পছন্দের বাড়িতে থাকতে পারবেন। এ ক্ষেত্রে তাদের প্রয়োজন হবে না স্বামী, বাবা ও অন্যকোন পুরুষের অনুমতি।
দীর্ঘদিন ধরে সৌদি আরবের প্রচলিত নিয়ম ছিল, প্রত্যেক নারীকে একজন পুরুষের অধীনে থাকতে হত। যিনি হবেন তার স্বামী, ভাই, ছেলে, বাবা অথবা চাচা।
গালফ নিউজ