মন্তব্য
গাছ থেকে নারকেল বা ডাব পাড়তে ড্রোনভিত্তিক রোবট কোকোবোট আসছে। গাছে না উঠেই ফল পাড়ার লক্ষ্যে ড্রোনভিত্তিক রোবট ফ্লাই কোকোবট তৈরি করেছেন ।
রিমোটের সাহায্যে এই কোকোবটকে উড়িয়ে নিয়ে যাওয়া যাবে গাছের কাছে। এবার গাছের কাণ্ডের কাছে চলে এলে ফ্লাই কোকোবট তার দুই হাত দিয়ে গাছের কাণ্ড আঁকড়ে ধরবে।
এরপরের ধাপে তার আরও দুই হাত নারকেল বা ডাব কেটে মাটিতে ফেলার কাজ করবে। ঘণ্টায় গড়ে ১২ থেকে ১৫টি ফল এইভাবে ফ্লাই কোকোবটের সাহায্যে পাড়া সম্ভব হবে।