হতে পারে ভারী বৃষ্টি

১২ জুন ২০২১

মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় ও লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে শুক্রবার এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিভিন্ন স্থান হিসেবে খুলনা, ময়মনসিংহ, বরিশাল,  চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও  ঢাকা  বিভাগের কিছু কিছু জায়গার কথা বলা হয়েছে। লঘুচাপ সৃষ্টি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে । বলা হয়েছে, এ দুইয়ের প্রভাবে   শুক্রবার  সকালে থেকেই রাজধানী ঢাকাসহ  দেশের বিভিন্ন অঞ্চল থেমে থেমে বৃষ্টি হচ্ছে। চলতি সপ্তাহে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

এমকে


মন্তব্য
জেলার খবর