বগুড়া প্রতিনিধি
নিজের ছেলেকে বাসে তুলে দেয়ার পরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মঞ্জু বেগম (৩৫) নামের এক মা। বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে শুক্রবার বিকালে। মঞ্জু বেগম জেলার দুপচাঁচিয়া উপজেলার ভাটাহার গ্রামের জসিমের স্ত্রী। আত্মহত্যার কারণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে ওই নারী রেললাইনের আশপাশ দিয়ে ঘোরাফেরা করছিলেন। ঘটনার সময় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ঘটনাস্থলে পৌঁছালে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন।
জসিম জানায়, ১২ দিন আগে তার বাড়ি থেকে নিজেদের ছেলেকে সঙ্গে নিয়ে তার স্ত্রী গাইবান্ধা জেলার শ্যামপুর গ্রামে তার শ্বশুর বাড়িতে বেড়াতে যান। ঘটনার দিন সকালে ছেলেকে নিয়ে মঞ্জু বেগম সেখান থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন। কিন্ত বগুড়া শহরের সাতমাথা এসে ছেলেকে দুপচাঁচিয়ায় যাওয়ার জন্য বাসে তুলে দেন। ছেলে বাড়িতে পৌঁছানোর পর মায়ের কথা বলেন তাকে। এরপর তারা বগুড়া শহরের চারমাথায় এসে মঞ্জু বেগমকে খুঁজতে থাকেন। একপর্যায়ে ঘটনাস্থলে এসে দেখতে পান মঞ্জু বেগম আত্মহত্যা করেছেন। বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোস্তাফিজ জানান, মঞ্জু বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
দীপক কুমার সরকার/এমকে