কোপা আমেরিকার সেরা ১০ গোলদাতা

১৩ জুন ২০২১

করোনার তাণ্ডবে বন্ধ হয়ে যায় সবকিছু। দীর্ঘ দিন মাঠে গড়ায়নি  কোনো খেলা। ধীরে ধীরে মাঠে ফিরতে শুরু করেছে সবধরনের ক্রীড়া ইভেন্ট। এবার মাঠে গড়াতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার জনপ্রিয় ফুটবলের আসর কোপা আমেরিকা। 

ব্রাজিল-ভেনেজুয়েলার ম্যাচ দিয়ে সোমবার মাঠে গড়াতে যাচ্ছে শতবর্ষ পার করা জনপ্রিয় এই ফুটবলের আসর। কোপা শুরুর ঠিক আগে প্রকাশ করা হয়েছে এ আসরের সেরা ১০ গোলদাতার নাম। তারা হলেন: 

১. জিজিনহো, ব্রাজিল: কোপা আমেরিকার ইতিহাসে ১৭ গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।

২. নরবার্তো মেন্দেজ, আর্জেন্টিনা: কোপায় জিজিনহোর মতো তিনিও করেছেন ১৭ গোল। তাই দুজন যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।

৩. সেভেরিনো ভারেলা, উরুগুয়ে: কোপার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন উরুগুয়ের ভারেলা। এ আসরে মোট ১৫টি গোল করেছেন তিনি। 

৪. তিওদোরো ফার্নান্দেজ, পেরু: ভারেলার মতো তিনিও ১৫টি গোল করেছেন। ফলে যুগ্নভাবে ২য় স্থানে রয়েছেন তারা। 

৫. গেব্রিয়েল বাতিস্তুতা, আর্জেন্টিনা: আর্জেন্টিনার সাবেক তারকা স্ট্রাইকার গেব্রিয়েল বাতিস্তুতা ১৩টি গোল করে আছেন ৩য় অবস্থানে। 

৬. আদেমির দে মেনেজেস, ব্রাজিল: বাতিস্তুতার মতো সম সংখ্যক গোল করে স্থানে রয়েছেন ব্রাজিলের আদেমির দে মেনেজেস। ১৯৪৯ সালে ব্রাজিলের কোপা জয়ী দলের তারকা ছিলেন তিনি।

৭. জেয়ারজিনহো, ব্রাজিল: জেয়ারজিনহোও ১৩ গোলের মালিক। ১৯৪৯ সালে ব্রাজিলের কোপা জয়ী দলের সদস্য হওয়ার পাশাপাশি প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি।

৮. জোসে ম্যানুয়েল মোরেনো, আর্জেন্টিনা: এই আর্জেন্টাইন তারকাও করেছেন ১৩টি গোল। মোরেনো ১৯৪২ কোপার সর্বোচ্চ গোলদাতা এবং ১৯৪৭ কোপার সেরা খেলোয়াড়ের পুরস্কারও নিজের করে নিয়েছেন। 

৯. হেক্টর পেদ্রো স্কারোন, উরুগুয়ে: উরুগুয়ের এই তারকা ফুটবলার হেক্টর পেদ্রো স্কারোনও নিজের মোট ১৩টি গোল করেছেন। 

১০. রোবার্তো পোর্তা, উরুগুয়ে: কোপা আমেরিকার ইতিহাসে ১২ গোল করে সেরা দশের তালিকায় একেবারে শেষ রয়েছে উরুগুয়ের সাবেক তারকা ফুটবলার রোবার্তো পোর্তা। 


মন্তব্য
জেলার খবর