বাদ মুশফিক, অভিষেক হলো নাঈমের

০৯ জানুয়ারী ২০২২

টেস্ট একাদশ থেকে বাদ পড়েছেন মুশফিকুর রহিম। কুচকির চোটের কারণে দলে থাকতে পারছেন না তিনি। তার জায়গায় নেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। এদিকে চোটের কারণে খেলতে পারছেন না মাহমুদুল হাসান জয়। ফলে অভিষেক হলো নাঈম শেখের।

 

মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পান জয়। এজন্য গোটা সফর থেকেই ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে টি-টোয়েন্টি ও ওয়ানডের পর এবার টেস্ট ক্যাপ মাথায় তুললেন নাঈম শেখ। বাংলাদেশের ১০০তম টেস্ট ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষেক হলো তার।

 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। শনিবার দিবাগত রাত চারটায় শুরু হয়েছে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। এই টেস্টটি কোনো রকমে ড্র করতে পারলেই বাংলাদেশ গড়বে অনন্য কীর্তি। প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।

 

অন্যদিকে, এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া স্বাগতিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ১ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৪৮ রান। ৫৪ রান করে আউট হয়েছেন উইল ইয়াং। এছাড়া যথাক্রমে ১৮৬ ৯৮ রান করে ক্রিজে আছেন দলীয় অধিনায়ক টম লাথাম ও ডেভন কনওয়ে।  

 

সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পায় বাংলাদেশ। এটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট জয়। এমনকি নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাট মিলিয়ে ৩৩টি প্রচেষ্টায় প্রথম জয়ের স্বাদ পায় টাইগাররা।

 

বাংলাদেশ একাদশ:

সাদমান ইসলাম, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, লিটন দাশ, ইয়াসির আলী রাব্বী, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর