মন্তব্য
গাড়িচাপা দিয়ে হত্যা করা একটি কানাডীয় মুসলিম পরিবারের সমর্থনে লন্ডন ও ওন্টারিও-তে পদযাত্রা হয়েছে। শুক্রবার লন্ডন শহরে আয়োজিত পদযাত্রা প্রায় সাত কিলোমিটার এলাকা পর্যন্ত ছাড়িয়ে যায়।
পদযাত্রায় অংশ নেওয়া হাজার হাজার মানুষ বিদ্বেষমূলক অপরাধের বিরুদ্ধে আওয়াজ তোলেন। তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘এখানে ঘৃণার কোনো জায়গা নেই,’ ‘ঘৃণার উপর ভালোবাসার জয় হবে’।
এছাড়াও টরোন্টো, অটোয়া, মনট্রিল ও কুইবেকে পদযাত্রা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। রোববারের ওই হামলার নিন্দা জানিয়েছেন কানাডার সব স্তরের রাজনীতিবিদেরা।
রয়টার্স ও টেক্সাস নিউজ টুডে