মন্তব্য
আন্দোলন দমাতে কৌশল হিসেবে শিশুদের ওপর নির্যাতন চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিখ।
শীর্ষ এ কর্মকর্তা বলেন, শিশুদের ওপরও মিয়ানমার সেনাবাহিনী যেভাবে অত্যাচার চালাচ্ছে, তা জাতিসংঘের নজরে এসেছে। শিশুদের এই নির্মমতা থেকে দূরে রাখার আহ্বান জানাচ্ছি আমরা।
মিয়ানমার সরকার এখন আন্দোলন দমাতে পরিকল্পিতভাবে শিশুদের ওপর নির্যাতন চালাচ্ছে। এখন পর্যন্ত ৫৬ শিশুকে হত্যা করেছে জান্তা সরকার। যা নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ।