তালেবানের মুখপাত্র সোহাইল শাহিন দোহায় বলেছেন, গত ২০ বছর ন্যাটো বাহিনীর অংশ হিসেবে আফগানিস্তানে অবস্থান করছে তুরস্ক। কাজেই ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া চুক্তির ভিত্তিতে তাদেরও এখানে আর থাকা উচিত হবে না।
তালেবান মুখপাত্র বলেন, তুরস্ক একটি ইসলামিক দেশ। তাদের সঙ্গে আফগানিস্তানের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে আফগানিস্তানের ইসলামিক সরকারের সঙ্গে তাদের সুসম্পর্ক বজায় থাকবে বলে আমরা প্রত্যাশা করছি। চুক্তি অনুসারেই আফগানিস্তান থেকে সেনাপ্রত্যাহার করে নিতে হবে তুরস্ককে। তাদেরও চলে যাওয়া উচিত।
তবে এ নিয়ে মার্কিন ও তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী চলে যাওয়ার পর কাবুল বিমানবন্দর পরিচালনা ও প্রহরার প্রস্তাব দিয়েছিল তুরস্ক।
রয়টার্স