পকেট ভেন্টিলেটর

১৩ জুন ২০২১

 কিছুদিন আগেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন  ড. রামেন্দ্রলাল মুখোপাধ্যায়।  তার রক্তে অক্সিজেনের পরিমাণ ৮৮ শতাংশে নেমে এসেছিল। করোনায়আক্রান্ত রোগীদের জন্য ভেন্টিলেটরের গুরুত্ব  খুব ভালোভাবেই বুঝেছিলেন তিনি।

করোনা নেগেটিভ হওয়ার পর তাই আর দেরি করেননি এই বিজ্ঞানী। মাত্র ২০ দিনেই রাত-দিন পরিশ্রম করে কোভিড রোগীদের জন্য বানিয়েছেন  ‘পকেট ভেন্টিলেটর’। এর ওজন মাত্র ২৫০ গ্রাম।

পকেট ভেন্টিলেটর একবার চার্জ দিলে কমপক্ষে ৮ ঘণ্টা চলে। সাধারণ মোবাইল চার্জার দিয়েই এটি অনায়াসে চার্জ দেওয়া যায়। সে কারণে যেখানে সেখানে নিয়ে যাওয়ারও কোনো সমস্যা নেই।

সংবাদ প্রতিদিন

 


মন্তব্য
জেলার খবর