মন্তব্য
যুক্তরাজ্যের কর্নওয়ালে চলমান জি ৭ সম্মেলনের দ্বিতীয় দিনের অন্যতম ইস্যু ছিল বিশ্বব্যাপী চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় চ্যালেঞ্জ। বিশেষ করে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্প ঠেকাতে একাট্টা জি ৭।
বিআরআই এর বিকল্প আরেকটি প্ল্যাটফর্ম হিসেবে যুক্তরাষ্ট্র দ্বারা চালিত বিল্ড বেটার ওয়ার্ল্ড পরিকল্পনাটি বাস্তবায়ন করা নিয়েও আলোচনা করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানের মত ধনী দেশগুলোর শীর্ষ নেতারা।
সম্মেলনে এবার প্রাধান্য পাচ্ছে ভ্যাকসিন কূটনীতি, বিশ্ববাণিজ্য, জলবায়ু পরিবর্তনজনিত সংকটের মত বিষয়গুলো। এছাড়া আলোচনায় আসছে গুগল, অ্যাপল ও অ্যামাজনের মতো বহুজাতিক কোম্পানিগুলোকে ন্যূনতম ১৫ শতাংশ করপোরেট কর পরিশোধের ব্যাপারে চাপ প্রয়োগের বিষয়টি।
বিবিসি