হাফপ্যান্ট পরে সংবাদ পাঠ!

১৩ জুন ২০২১

সংবাদ উপস্থাপনের সময় ব্লেজার ও টাইয়ের সঙ্গে হাফপ্যান্ট পরে থাকা বিবিসির সাংবাদিক শন লে এর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে।

তিনি ক্যামেরার সামনে কোভিড-১৯ পরিস্থিতিতে ভ্রমণ বিধিনিষেধ নিয়ে সংবাদ উপস্থাপন করছিলেন। 

টুইটারে ওই ছবি শেয়ার করে মেস্সিমো পিনি নামে এক ব্যক্তি ক্যাপশনে লিখেন, বিবিসির সাংবাদিক শন লে হাফপ্যান্ট পরে কী নিজের কুলনেস প্রকাশ করছেন?  

ডেইলি মেইল


মন্তব্য
জেলার খবর