কারামুক্ত হলেন অ্যাগনেস চৌ

১৩ জুন ২০২১

হংকংয়ের বিখ্যাত গণতন্ত্রপন্থী আন্দোলনকর্মী অ্যাগনেস চৌ মুক্তি পেয়েছেন। ১২ জুন স্থানীয় সময় সকাল ১০টায় কারাফটক ত্যাগ করেন তিনি।

ঘোষিত ১০ মাস সাজার মেয়াদপূর্তির আগেই প্রায় সাত মাস কারাভোগের পর মুক্তি দেয়া হলো হংকংয়ের গণতন্ত্র আন্দোলনের এই মুখপাত্রকে। 

মুক্তি পাওয়ার পর চৌকে অভিনন্দন জানিয়েছেন সমর্থকরা। তিনি গণমাধ্যমের সামনে কথা বলেননি।  তাকে তার বন্ধুরা একটি গাড়িতে করে নিয়ে যান।

বিবিসি

 


মন্তব্য
জেলার খবর