সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিউজিল্যোন্ডের

০৪ ফেব্রুয়ারী ২০২২

৫টি ধাপে নিউজিল্যান্ড সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডেন এ পরিকল্পনার কথা জানিয়েছেন। এরইমধ্যে দেশটিতে প্রথমবারের মতো কোয়ারেন্টাইন পদ্ধতি সহজ করা হয়েছে।

 

আগামি ২৭ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় থাকা নিউজিল্যান্ডের নাগরিকদের দেশে ফেরার অনুমতি দেয়া হবে। তবে তাদেরকে অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করতে হবে।

 

আগামী ১৩ মার্চ থেকে বিশ্বের সকল দেশ থেকেই ভ্যাকসিন নেয়া নাগরিকরা নিউজিল্যান্ডে ফিরতে পারবেন। এভাবে অক্টোবর মাস নাগাদ সীমান্তে সব ধরনের বাধানিষেধ তুলে নেয়া হবে।

 

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা বলেন, আমরা সব বাধা নিষেধ তুলে নেয়ার পথে এগিয়ে যাচ্ছি। তবে এখনো পথ অনেক বাকি রয়েছে। এখন থেকে কাউকে সরকারি কোয়ারেন্টাইন হোটেলে আইসোলেশনে থাকা বাধ্যতামূলক নয়। যারা ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন তারা নিজের পছন্দ মতো স্থানেই ১০ দিন আইসোলেশনে থাকতে পারবেন।


মন্তব্য
জেলার খবর