বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার জিয়ার শারীরিক জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার এক টুইট বার্তায় এ উদ্বেগ প্রকাশ করেন তিনি। এক মাসেরও বেশি সময় ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি প্রধান।
টুইট বার্তায় মির্জা ফখরুল বলেন, তার (খালেদা জিয়া) হার্ট ও কিডনির সমস্যা আছে। ফান্ডামেন্টাল কিছু সমস্যাও উদ্বেগজনক। তার অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার, অ্যাডভান্স সেন্টারে যাওয়া জরুরি।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় খালেদা জিয়ার নুমনায়। প্রথমে বাসায় থাকলেও পরবর্তীতে শারীরিক জটিলতা দেখা দিলে রোগটি নিয়ে ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। ২৮ এপ্রিল ব্যক্তিগত ও হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে ৬ মে। এরপরও অন্যান্য শারীরিক সমস্যায় থাকায় সেখানেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
এমকে